2020 সালের MA/M. COM, PART II পরীক্ষার্থীরা ওয়েব সাইটে প্রদত্ত নিজের সাবজেক্টের জন্য google form এর যে লিঙ্কটি আপলোড করা হয়েছে সেই নির্দিষ্ট লিংকে গিয়ে সমস্ত তথ্যগুলি পূরণ করে আগামী 28. 9. 2020 তারিখের মধ্যে অবশ্যই নিজস্ব email id ব্যবহার করে ফর্মটি send করবেন।
Form টি কী ভাবে ভর্তি করে send করবেন:
Step 1.পরীক্ষার্থীর নিজস্ব mail id(gmail)থাকতে হবে, যে mail id ব্যবহার করে তিনি online এ পরীক্ষা দেবেন।
Step 2.ওয়েবসাইট এ নিজের subject এর পাশে দেয়া link টি click করতে হবে
Step 3 .link টিতে click করলেই,gmail id ও পাসওয়ার্ড জানতে চাওয়া হবে। পরীক্ষার্থী তার নিজস্ব gmail id ও পাসওয়ার্ড দিয়ে ওই link এ ঢুকতে পারবে, এবং link টি open হয়ে একটি form আসবে। form এ যে তথ্য গুলি জানতে চাওয়া হয়েছে সেগুলি দিতে হবে।
Step 4 .form টি পূরণ করে submit option এ গিয়ে click করলে form টি submit হয়ে যাবে।