NOTICE REGARDING BENGALI PART – I, EXAM-2020 ABSENCE LIST
Published On: 06-09-2021
বাংলা এম এ পার্ট ওয়ান ( ২০২০ ) পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থীর এক বা একাধিক পেপারে/ হাফে ABSENT এসেছে, তাদের উত্তরপত্র google form /dedicated mail id তে পাওয়া যায়নি। ওই ABSENT চিহ্নিত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলো।
পরীক্ষার্থী যদি প্রমাণ করতে পারেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁরা উত্তরপত্র পাঠিয়ে ছিলেন সে ক্ষেত্রে তা যাচাই করে,তাঁদের রেজাল্টের প্রয়োজনীয় সংশোধন করা হবে।
যে পদ্ধতিতে পরীক্ষার্থী রেজাল্ট সংশোধনের জন্য আবেদন করবেন তা নিম্নরূপ :
1. ওয়েবসাইটে দেওয়া google form-এর লিংকটি open করে google form-টি fill up করতে হবে।
2. google form-এ স্ক্রীন শট আপলোড করার জায়গায় যে সমস্ত half এ absent আছে, শুধুমাত্র ঐ half-এর উত্তরপত্রের sent mail এর স্ক্রিন শট Upload করতে হবে।
3. যাদের Internal Assessment(IA)-এ absent এসেছে তাদের IA paper-টি এই google form-এ IA paper আপলোড করার নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে।
google form এর link
যেসব পরীক্ষার্থীর এক /একাধিক পেপারের কোন না কোন half-এ absent এসেছে তারা ওই half -এর পরীক্ষায়, পরীক্ষার দিনে উত্তরপত্র পাঠিয়ে থাকলে ঐ উত্তরপত্রের mail ফরওয়ার্ড করে দেবেন নিচে দেওয়া mail id তে। এক্ষেত্রে নিচে নিজ নিজ roll no এর ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া mail id তে forward করতে হবে ।ফরওয়ার্ড করার সময় mail এর subject-এর জায়গায় অতি অবশ্যই লিখতে হবে নিজের রোল নাম্বার ও নাম । যেমন ধরা যাক,পরীক্ষার্থীর নাম যদি হয় RITA DAS ও রোল নাম্বার হয় 102009000111 তাহলে FORWARDED MAIL এর SUBJECT তাকে লিখতে হবে 102009000111 RITADAS
বি দ্রঃ রেজাল্ট সংশোধনের জন্য আবেদনের সময় সীমা 08.09.2021—12.09.2021 এর পরে আর কোনো আবেদন গ্রাহ্য হবে না।
রেজাল্ট সংশোধনের জন্য নির্দিষ্ট নিয়মাবলী মেনে পরীক্ষার্থীদের আবেদন করতে বলা হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষার নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর পত্রটি পাঠানোর প্রমাণ থাকতে হবে, অন্যথায় উত্তরপত্র গ্রাহ্য হবে না। রেজাল্ট সংশোধনের জন্য উত্তরপত্রের mail forword করতে হবে রোল নাম্বার ভিত্তিক নির্দিষ্ট করে দেওয়া নীচের মেইল আইডিগুলিতে।
উত্তরপত্রগুলি Roll no ভিত্তিক নির্দিষ্টকৃত যে যে mail id তে পাঠাতে হবে তা নিম্নরূপ :
102001000002 to 102001000397 : ddebeng1@gmail.com
102001000398 to 102001000802 : ddebeng2@gmail.com
102001000807 to 102001001185 : ddebeng3@gmail.com
102001001190 to 102001001526 &
for 2nd chance candidates : ddebeng4@gmail.com