২০২০-২১ শিক্ষাবর্ষের এম এ পার্ট ওয়ান বাংলার ফল প্রকাশ হয়েছে।যে সমস্ত পরীক্ষার্থীর এক বা একাধিক Paper -এ /Half- এ Absent এসেছে অর্থাৎ Google form এ অথবা Dedicated mail id তে (Admit card এ নির্দেশিত )উত্তরপত্র পাওয়া যায়নি সেই সমস্ত পরীক্ষার্থীর ওই নির্দিষ্ট Paper -এ কোন ক্রেডিট ধার্য হয়নি।সেক্ষেত্রে ঐ পরীক্ষার্থী দের রেজাল্ট X(এক্স )/Absent দেখাবে।ঐ X/Absent চিহ্নিত পরীক্ষার্থীদের তালিকা আগামী সাত দিনের মধ্যেই ওয়েবসাইট এ প্রকাশ করা হবে ।পরীক্ষার্থী যদি প্রমাণ করতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা উত্তরপত্র Google form-এ অথবা Dedicated mail id-তে পাঠিয়ে ছিলেন সে ক্ষেত্রে তা যাচাই করে তাদের রেজাল্টের প্রয়োজনীয় সংশোধন করা হবে। কি পদ্ধতিতে পরীক্ষার্থী রেজাল্ট সংশোধনের জন্য আবেদন করবেন তা আগামী সাত দিনের মধ্যে ওয়েবসাইটে নির্দেশ করা হবে।