Notification regarding 2nd phase original documents verification for PG provisional admission (Only for Bardhaman centre)
Published On: 07-10-2025
VERIFICATION - SCHEDULE-2025 (2nd phase)
২০২৫-২০২৭ সেশনের ছাত্র-ছাত্রীদের অরজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন (দ্বিতীয় পর্যায়) বর্ধমান
সেন্টারের জন্য নির্দিষ্ট করা হয়েছে। বিস্তারিত জানার জন্য সংযুক্ত করা ফাইলটি দেখতে অনুরোধ
করা হচ্ছে। নির্দিষ্ট করা তারিখে এবং সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগে অবস্থিত সেন্টার ফর
ডিসটেন্স এন্ড অনলাইন এডুকেশনে উপস্থিত হতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত মূল নথি সহ। নির্দিষ্ট করা
সময়ে এবং তারিখে উপস্থিত না থাকলে ভর্তি প্রক্রিয়াটি বাতিল বলে গণ্য হবে।
যদি আপনি আপনার ভর্তির প্রক্রিয়াটি বাতিল করতে চান সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কার্যের দিনে
১৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে দরখাস্ত জমা করতে হবে, এর পরে আর দরখাস্ত জমা নেওয়া
হবে না।